ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

বড়দিন উপলক্ষে দীঘিনালায় বিজিবির নিরাপত্তা জোরদার ও শুভেচ্ছা উপহার বিতরণ

  • আপডেট: Thursday, December 25, 2025 - 6:53 pm

মো. আল আমিন, দীঘিনালা।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদারসহ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, এসপিপি’র নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ৭ বিজিবির একটি টিম দীঘিনালার বিভিন্ন চার্জ এলাকায় পরিদর্শন করে বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার তদারকি করে।
এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং বিজিবির পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। কার্যক্রমটির নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ইব্রাহীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসবি হাবিলদার মো. আনোয়ার হোসেন, আরআইবি আলামিনসহ ৭ বিজিবির অন্যান্য সদস্যরা।
এ প্রসঙ্গে ৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “বিজিবি সবসময় দেশের সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য কাজ করে যাচ্ছে। ধর্মীয় উৎসবগুলো যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”