ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ৫:২২ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের আমির 

  • আপডেট: Thursday, December 25, 2025 - 1:29 pm

 

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা-১৫ আসনে এর আগে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র নিয়েছেন।

দুটি আসনে ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।