ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারীর মৃত্যু
মু. আজিজ, ফটিকছড়ি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০) গুরুতর আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার, ২৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে থানাধীন নারায়ণহাট ইউনিয়নের নেপচুন চা-বাগানের ৭ নম্বর সেকশনের উঁচু সড়ক থেকে নিচের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো গ্রামের হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহত দুইজনের বাড়িও একই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেপচুন চা-বাগানের বৈরাগী ঠাকুরের আশ্রমে শিশুর অন্নপ্রসাদ শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে ইজিবাইকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লিলু রানী শীলের মৃত্যু হয়। ইজিবাইকে থাকা অপর দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আহত মিনু দে ও আনিমা দে-কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নেপচুন চা-বাগানে ইজিবাইক উল্টে এক নারী ঘটনাস্থলে মারা গেছেন।











