ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৫ - ১:১৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 9:55 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর পক্ষ থেকে গরিব ও অসহায় দুস্থ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার, ২৪ ডিসেম্বর মারিশ্যা জোন সদরে পারিবারিকভাবে সচ্ছলতার জন্য ২টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।