বান্দরবানে হাতপাখার প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা শাখার সভাপতি ও জননেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
বুধবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট থেকে তিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেন। এ সময় দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও ওলামায়ে কেরামগণ তার সাথে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমরা দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। বান্দরবানের আপামর জনসাধারণের অধিকার আদায় এবং এই জনপদের মানুষের কল্যাণে আমরা হাতপাখা প্রতীক নিয়ে মাঠে নেমেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা বিজয়ী হব।”
দলীয় নেতাকর্মীরা জানান, মাওলানা আবুল কালাম আজাদ বান্দরবানের একজন পরিচিত মুখ এবং দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত নেতা। তার হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে শক্ত অবস্থান তৈরি করেছে। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে পাহাড়ে হাতপাখা প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী কার্যক্রমের নতুন মাত্রা যুক্ত হলো। সাধারণ ভোটারদের মাঝেও বিষয়টি নিয়ে বেশ কৌতূহল ও উদ্দীপনা দেখা গেছে।











