ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম

ভোরের আগুনে নিভে গেল দুই প্রাণ, রাঙ্গুনিয়ায় দাদি–নাতনির মৃত্যু

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 6:01 pm

রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভোরের নীরবতা ভেঙে ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনির করুণ মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের বসতঘর। একই অগ্নিকাণ্ডে আরও একাধিক কাঁচা বসতঘর পুড়ে গিয়ে বহু পরিবার পথে বসেছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেইট এলাকার কাদেরিয়া পাড়া এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পোমরা ইউনিয়নের মৃত রুহুল আমিনের স্ত্রী রুমী আক্তার (৫৫) ও তাঁর পাঁচ বছর বয়সী নাতনি জান্নাত আক্তার (৫)। অগ্নিকাণ্ডের সময় দাদি ও নাতনি নিজ বসতঘরের ভেতরেই অবস্থান করছিলেন। হঠাৎ আগুনে ঘরটি ঘিরে ফেললে তাঁরা বের হতে না পেরে দগ্ধ হয়ে প্রাণ হারান বলে স্থানীয়রা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান জানান, কাদেরিয়া পাড়া এলাকায় অন্তত ছয়টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের পর দগ্ধ অবস্থায় দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করা হয়।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, নিহত দাদি-নাতনির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাঁদের সান্ত্বনা দেন এবং সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একটি পরিবার হারিয়েছে তাদের আপনজন, আর একটি শিশুর জীবন অকালে নিভে যাওয়ায় কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। দাদি ও নাতনির এমন করুণ মৃত্যু সবার চোখে জল এনে দিয়েছে।