ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

বাগেরহাট-৩ আসন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ-মশাল মিছিল কৃষিবিদ শামীম সমর্থকদের

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 12:52 pm

 

স্টাফ রিপোর্টার, মোংলা।। বাগেরহাটের-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন কৃষিবিদ শামীমুর রহমান শামীমের কর্মী-সমর্থকরা।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে রামপাল শহরে এ কর্মসূচি পালিত হয়।

 

মিছিলটি রামপাল জিরো পয়েন্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাগা বিএনপি চত্বরে গিয়ে শেষ হয়। নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। তারা মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।

মিছিল শেষে ভাগা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এ আসনে জনপ্রিয় ও ত্যাগী নেতা হিসেবে কৃষিবিদ শামীমুর রহমান শামীমের গ্রহণযোগ্যতা সর্বমহলে স্বীকৃত। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা উপেক্ষা করে তাঁকে মনোনয়ন থেকে বঞ্চিত করলে দলের জন্য তা ক্ষতিকর হবে।

বক্তারা আরো বলেন, দলীয় মনোনয়ন পুনর্বিবেচনা করে দ্রুত কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে বিএনপির প্রার্থী ঘোষণা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।