ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৫:০৮ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে বাবা হারানোর শোকে ছেলের মৃত্যু, এলাকায় শোকের ছায়া 

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 10:29 am

মিরসরাইয় সংবাদদাতা।।  চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার মৃত্যুশোকে দুইদিনের মাথায় ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরি বাড়িতে এ ঘটনা ঘটেছে। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর ফরফরিয়া এলাকার মুহুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে।

 

জানা গেছে, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়াহেদপুর ইউনিয়নের ফরফরিয়া এলাকার রিকশাচালক নুরুল আবছারের মৃত্যু হয়। এর আগে, আরো দু’বার হার্ট অ্যাটাক করেন তিনি। বাবার মৃত্যুর শোকে ভেঙে পড়েন নুরুল আবছারের ছোট ছেলে ইমাম হোসেন (১৭)। মঙ্গলবার সন্ধ্যায় তার বুকে ব্যথা ওঠায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত্যু হয় তার।

ইমাম হোসেন সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

 

একই এলাকার বাসিন্দা মো: নুর উদ্দিনন জানান, নুরুল আবছার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পাঁচ সদস্যের পরিবার চলতে তার উপার্জিত আয় দিয়ে। এক মেয়ে বিয়ে দিয়েছেন, দুই ছেলে স্কুলে পড়াশোনা করেন। তিনি দু’বার হার্ট অ্যাটাক করেন। কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারেননি। গত রোববার তার মৃত্যু হয়। বাবা মারা যাওয়ার দু’দির পর ছোট ছেলে ইমাম হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম বলেন, ‘বাবার মৃত্যুর দু’দিনের মাথায় ছেলের মৃত্যু খুবই হৃদয়বিদারক। শুনে খুব খারাপ লাগছে। আল্লাহ ওই পরিবারকে শোক সইবার শক্তি দিন।’