ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম

পিসিসিপি ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিশিষ্টজন সংবর্ধনা, বিজয় দিবস ও ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 10:26 pm

 

নিজস্ব প্রতিনিধি:

২৩ ডিসেম্বর (মঙ্গলবার) পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি), ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিশিষ্টজন সংবর্ধনা, পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বিকাল ৪টায় ধানসিড়ি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে পিসিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুর হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলম খান, সহকারী অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, ঢাকা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাবিব আজম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, পিসিসিপি ও সম্মানিত সদস্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।

বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদীয় পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব এবং আল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি, পিসিসিপি কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট আলম খান বলেন, পার্বত্য চট্টগ্রাম কখনোই উপজাতীয় অঞ্চল ছিল না। বরং বাঙালিরা সবসময় মানবিক ও দয়ালু হিসেবে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী বাঙালিদের উপেক্ষা করে সরকারের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

প্রধান বক্তার বক্তব্যে হাবিব আজম বলেন, বাঙালিদের সরকার পরিকল্পিতভাবে সবদিক থেকে পিছিয়ে রাখছে। আজ উপজাতিদের এককভাবে কোটা সুবিধা দেওয়ার ফলে আমরা শিক্ষা, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে মেধা ও কোটা প্রথার কারণে বঞ্চিত হচ্ছি।

সভাপতির বক্তব্যে রাসেল মাহমুদ বলেন, আমরা মহান বিজয়ের মাসে বিজয় দিবস উদযাপন করতে এসেছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য—পার্বত্য চট্টগ্রামে এখনো বিজয়ের পূর্ণ আমেজ ফিরে আসেনি। সেখানে এখনো অস্ত্রের ঝনঝনানি, হত্যা ও চাঁদাবাজি বিদ্যমান। এনজিও ও বিদেশি চক্রান্তও রয়েছে। পাহাড়ে প্রকৃত শান্তি ও বিজয়ের আনন্দ ফিরিয়ে আনতে হলে অবৈধ অস্ত্র উদ্ধারসহ যৌথ বাহিনী বা বিশেষ বাহিনীর মাধ্যমে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ কেক কেটে পিসিসিপির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন পিসিসিপি ঢাকা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি মিজান উদ্দিন, অর্থ সম্পাদক মুহিবুল্লাহ পারভেজ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান জাকিরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সংবর্ধিত অতিথিবৃন্দ।