ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ১০:৩২ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার–১

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 7:06 pm

মো. সুমন খান, রাজস্থলী।
বহুল আলোচিত ‘ডেভিল হান্ট’ মামলার তদন্তে রাঙামাটির চন্দ্রঘোনা খন্দাকাটা এলাকা থেকে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানাধীন খন্দাকাটা এলাকা থেকে মো. নেজামুদ্দিন (৫০) নামে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. নেজামুদ্দিন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের খন্দাকাটা এলাকার বাসিন্দা শেখ আহম্মদের ছেলে। তিনি রাইখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের একজন সাধারণ সম্পাদক বলেও জানা গেছে।
চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের আহম্মেদ জানান, মো. নেজামুদ্দিনের বিরুদ্ধে কাপ্তাই থানার মামলা নং–৫ (তারিখ: ১৭-১১-২৫) বিশেষ ক্ষমতা আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২) ধারা মোতাবেক মামলা রয়েছে। ২৩ ডিসেম্বর সকালে তাকে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলাটি ‘ডেভিল হান্ট’ নামে পরিচিত ঘটনায় দায়ের করা হয়েছে।