স্ত্রীকে ফিরে পেতে স্বামীর সংবাদ সম্মেলন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।
প্রেম মানে না কোনো জাত-ধর্ম, বাধা-বিপত্তি। এমনই এক ঘটনা ঘটেছে খাগড়াছড়ির মানিকছড়িতে। ভালোবাসার মানুষকে পেতে প্রিয়াঙ্কা মজুমদার (১৮) নামের এক তরুণী ধর্মান্তরিত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার মো. ইমন মিয়া (২১) নামের এক তরুণের সঙ্গে ইসলামি শরিয়া মোতাবেক গত ২৬ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন।
পরে ওই তরুণীর মা (প্রিয়াঙ্কা মজুমদার) প্রতিমা মজুমদার বাদী হয়ে তার বিরুদ্ধে মানিকছড়ি থানায় মামলা দায়ের করলে দুই মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন ইমন মিয়া। যার ফলে নিজের বিবাহিত স্ত্রীকে ফেরত পেতে এবং তার (ইমন)-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ইমন মিয়া।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে মো. ইমন মিয়া দাবি করেন, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর ইউনিয়নের যুবরাজ মজুমদার ও প্রতিমা মজুমদারের কন্যা প্রিয়াঙ্কা মজুমদারের সঙ্গে তার (ইমন) প্রেমের সম্পর্কের এক পর্যায়ে গত ২৫ জুন বাসা থেকে পালিয়ে গিয়ে পরদিন সনাতনী ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রিয়াঙ্কা মজুমদার। নাম রাখা হয় জান্নাত। পরে ২৬ জুন ইসলামি শরিয়া আইন মোতাবেক তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এদিকে প্রিয়াঙ্কা মজুমদারের মা প্রতিমা মজুমদার গত ২৯ জুন মানিকছড়ি থানায় কন্যা অপহরণের অভিযোগে মো. ইমন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু আইনে মামলা দায়ের করলে পুলিশ প্রিয়াঙ্কা মজুমদার ও মো. ইমন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শান্তিনগর এলাকার বাসা থেকে উদ্ধার করে আদালতে প্রেরণ করে। ওই মামলায় ইমন মিয়া দুই মাস কারাভোগ করে উচ্চ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।
সংবাদ সম্মেলনে ইমন আরও দাবি করেন, তার বৈধ স্ত্রীকে নানা প্রতিবন্ধকতার মুখে আটকে রাখা হয়েছে। অথচ তার স্ত্রী (প্রিয়াঙ্কা মজুমদার) তাকে এখন ফিরে পেতে চান। কিন্তু তার মা আমার (ইমনের) সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না। এমতাবস্থায় তার স্ত্রীকে ফিরে পেতে এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে দাম্পত্য জীবন অতিবাহিত করতে সহযোগিতা করার দাবি জানান।











