ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সমবায় দিবস পালিত

  • আপডেট: Saturday, November 4, 2023 - 12:22 pm

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫২তম জাতীয় সমবায় দিবস  বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

শনিবার (৪ নভেম্বর) সকালে কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা। শুরুতেই স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমবায় অফিসার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাহাজ্জুল ইসলাম, মেডিকেল কর্মকর্তা ডা: সোহেল মাহমুদ, সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লি: এর সাবেক সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডা, বিশিষ্ট সমবায়ী বিকাশ চন্দ্র সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিদ্ধস্ত বাংলাদেশের অর্থনীতিকে সুদৃঢ় ও মজবুত করতে সমবায় আন্দোলনকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছেন। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যে বাংলাদেশ সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক অর্থনীতি, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ পরিকল্পনায় সমবায় সমিতিগুলো সকল অংশীজন হিসাবে তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখবে।