ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম

বড়দিনকে সামনে রেখে বর্ণিল সাজে সজ্জিত চন্দ্রঘোনা খ্রিস্টান পল্লী

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 2:20 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন। এই দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। এই বড়দিনকে সামনে রেখে ইতোমধ্যে বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা খ্রিস্টান পল্লী। প্রতিটি ঘরকে সাজানো হয়েছে নবরূপে। গির্জাঘরকে আলোকে আলোকে আলোকময় করে তোলা হয়েছে।
উৎসবের আমেজে আনন্দকে ভাগাভাগি করার জন্য গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রাক-বড়দিন উৎসব, যা এখনো চলমান রয়েছে। নগর কীর্তন, উপহার বিনিময়, ক্রিসমাস ট্রি সাজানো, নানা রকম পিঠা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। প্রতিটি ঘরে অতিথিদের বরণে নান্দনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়, হাসপাতাল চত্বরকে নানা রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ সময় কথা হয় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং-এর সঙ্গে। তিনি বলেন, শুভ বড়দিন আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে নানা শ্রেণির মানুষের মেলবন্ধন হয়, যার ফলে আমাদের মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।
চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি ও সাবেক কৃতি ফুটবলার বিপ্লব মারমা বলেন, বড়দিনের উৎসবকে ঘিরে খ্রিস্টান পল্লীগুলো এখন নতুন রূপে সাজানো হয়েছে। প্রতিটি ঘরে মেহমান আসবে। আমরা অতিথিদের বরণে প্রস্তুত।
চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলীপ সরকার বলেন, বড়দিনে গির্জায় বিশেষ প্রার্থনা, খ্রিস্ট সঙ্গীত পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং কেক কাটার আয়োজন করা হয়েছে।
চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমা বলেন, বড়দিন উদযাপন করতে ইতোমধ্যে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে চার্চে এবার ব্যাপক পরিসরে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।