ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ৬:০০ অপরাহ্ন

শিরোনাম

বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে হুইলচেয়ার বিতরণ

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 2:16 pm

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে ৩ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার, ব্লাইন্ড স্টিক এবং অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার এবং উপকরণ তুলে দেন ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।
হিল ফ্লাওয়ারের কাপ্তাই প্রকল্পের সহকারী প্রোগ্রাম ম্যানেজার জেনিফার অজন্তা তনচংগ্যার সভাপতিত্বে এ সময় স্থানীয় কারবারি, জনপ্রতিনিধি এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে হিল ফ্লাওয়ারের পক্ষ থেকে প্রধান অতিথি ওয়াগ্গা প্রতিবন্ধী কল্যাণ সমিতিকে নগদ ১ লাখ টাকার চেক বিতরণ করেন।