ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম

দূর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াস সেনাবাহিনীর

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 2:12 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রামে দুর্গম পাহাড়ি এলাকার মানুষের আত্মউন্নয়নের নিমিত্তে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রয়াসে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ প্রদানের অংশ হিসেবে আজ ২৩ ডিসেম্বর ২০২৫ সাজেক জুনিয়র হাই স্কুলে ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ এবং স্কুল পরিচালনার জন্য ল্যাপটপ বিতরণ করেন সেনাবাহিনীর জোন কমান্ডার, বাঘাইহাট জোন।
পিছিয়ে পড়া এই স্কুলটির সার্বিক উন্নয়নে বিগত প্রায় কয়েক মাস ধরে নানা উন্নয়নমুখী সংস্কারমূলক কাজ চালিয়ে যাচ্ছে বাঘাইহাট জোনের দায়িত্বপ্রাপ্ত ১৪ ই বেংগল। ইতোমধ্যে পানি ব্যবস্থা, গেইট নির্মাণ, টয়লেট নির্মাণসহ লাইব্রেরি, শহীদ মিনার ও ক্লাসরুম সংস্কার এবং ডিজিটাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে বড়দিন উদযাপন উপলক্ষে রুইলুই পাড়া গির্জায় গির্জা পরিচালনা কমিটির হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
এদিকে বাঘাইছড়ি ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের আয়োজনে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এ সময় বাঘাইছড়ি উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি মাচাং শাকিল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ ই বেংগল বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক জুনিয়র হাই স্কুলের সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।