ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম

তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক – বেলায়েত বুলু

  • আপডেট: Monday, December 22, 2025 - 10:04 pm

নিজস্ব প্রতিবেদক।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এবং সঞ্চালনায় ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন জাতির জন্য এক ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তিনি শুধু বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বই নন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। ফ্যাসিবাদী দমন-পীড়নের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি প্রবাস থেকেই যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
সমাবেশের সঞ্চালক চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, তারেক রহমানের দেশে ফেরা মানে গণতন্ত্রের পথে নতুন প্রত্যাশা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন গতি। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত হবে এবং জনগণকে সঙ্গে নিয়ে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বাধীন বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন রাশেদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, আবু বক্কর রাজু, রাজীব উদ্দিন আকন্দ, মহসিন কবির আপেল, রিফাত হোসেন শাকিল, দিদার হোসেন, হারুনুর রশিদ, গোলাম সরোয়ার, মো. আলমগীর, কামরুল হাসান, এন. মোহাম্মদ রিমন, আরিফুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাই, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, এম. এ. হানিফ, শাহাদাত হোসেন সোহাগ, আব্দুল মান্নান, মো. রাসেল খাঁন, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান শিমুল, আব্দুল মান্নান আলমগীর, সাইফুল আলম দিপু, ইকবাল হোসেন রুবেল, মো. জাহিদুল ইসলাম (দপ্তরের দায়িত্বে), নোমান সিকদার সোহাগ, রিদওয়ানুল হক রিদু, আকবর হোসেন মানিক, ইমরান সিদ্দিকী জ্যাকশন, জাকির হোসেন মিশু, জাফর হোসেন রনি, কাজী মহিউদ্দিন, মো. মাহী রুবেল, ইকবাল হোসেন জিসান, মো. জসিম উদ্দিন, মো. ইব্রাহীম, মো. বাকের, রাশেদ পাটোয়ারী, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, আলতাফ হোসেন, সাজিদ হাসান রনি, মো. দুলাল, মো. জাহাঙ্গীর আলম, আকতার হোসেন, ইউসুফ সুমন, ইয়াসির আরাফাত, রিয়াজ উদ্দিন রাজু, রাহাত উল্লাহ রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মোহন, আরমান শুভ, মো. মিজান, মো. শামীম, তৌসিফ চৌধুরী, নুরুল কবির পলাশ, মো. ওসমান, আশরাফ টিপু, আইনুল ইসলাম জুয়েল, আব্দুল খালেক, আব্দুল্লাহ আল ফিরোজ টিপুসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ-এর নেতৃত্বে মিছিলটি জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউড়ি নগর বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।