ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৫ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

ভারতের কারাগারে কুতুবদিয়ার জেলেরা, অপেক্ষায় স্বজনরা

  • আপডেট: Monday, December 22, 2025 - 6:56 pm

এ আর আব্বাস সিদ্দিকী (কুতুবদিয়া)।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশায় বিভ্রান্তি ও ইঞ্জিনের ত্রুটিতে গত এক মাসে কুতুবদিয়ার ৮০ জেলে ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের একটি কারাগারে বন্দি রয়েছেন। তারা সেখানেই আটক রয়েছেন। যার মধ্যে ১৭ নভেম্বর বাঁশখালী শেখেরখীলের জাহাঙ্গীর আলমের মালিকানাধীন এমভি মায়ের দোয়া নামের ফিশিং ট্রলারে ২৬ জনের মধ্যে ১৩ জন জেলে কুতুবদিয়ার। এছাড়াও গত ১৯ নভেম্বর উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজরুল ইসলামের মালিকানাধীন এফবি আদিব-২ নামের ফিশিং ট্রলারে ২৮ জন, গত ১ ডিসেম্বর আলী আকবর ডেইল ইউনিয়নের আব্দুল আলিমের মালিকানাধীন এমভি আল্লাহ মালিক নামের ফিশিং ট্রলারে ১৫ জন এবং গত ১৭ ডিসেম্বর বড়ঘোপ ইউনিয়নের জসিম উদ্দিনের মালিকানাধীন এমবি রূপসী সোলতানা নামের ফিশিং ট্রলারে ২৪ জনসহ মোট ৮০ জেলে আটক রয়েছেন।

এসব পরিবারে উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিদের অনুপস্থিতিতে চরম দুর্ভোগ নেমে এসেছে। এখন শুধু প্রশাসনের আশ্বাসে তাদের ফিরে পাওয়ার অপেক্ষায় স্বজনরা।

আলী আকবর ডেইল ইউনিয়নের জেলে পাড়ার বেনু বাঁশি জল দাশের স্ত্রী বিপুলানী দাশ বলেন, তার সংসারে এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। স্বামীই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি বাড়িতে না থাকায় এখন তাদের অভাব-অনটনে দিন কাটছে। ঠিকমতো তিন বেলা খেতেও পারছেন না। স্বামীর ফেরার অপেক্ষায় রয়েছি।

ভারতের কারাগারে বন্দি থাকা উত্তর ধূরুং ইউনিয়নের আরেক জেলে মামুনুর রশীদের মা আমেনা খাতুনের কান্না থামছে না এখনো। ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের খবর পাওয়ার পর থেকেই ডুকরে ডুকরে ছেলের জন্য কান্না করেই চলছেন তিনি। মামুনুর রশীদ তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দীর্ঘদিনের অনুপস্থিতিতে পরিবারটিতে দেখা দিয়েছে হতাশা। তাই দ্রুত ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানান মামুনুর রশীদের মা আমেনা বেগম।

তার মতো নিব জল দাশ, শামীম উদ্দিন ও মো. হেনাফসহ একই দাবি জানিয়েছেন ভারতের ওই কারাগারে বন্দি থাকা বাকি জেলে পরিবারগুলোর স্বজনরাও।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, ভারতে আটক জেলেদের তথ্যাদি, ফিশিং ট্রলারের কাগজপত্র ও থানার জিডি কপিসহ প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করছেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, কুতুবদিয়ার ৮০ জেলে ভারতে কারাবন্দী রয়েছেন। তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কারাবন্দী জেলেদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।