ঢাকা | ডিসেম্বর ২১, ২০২৫ - ৩:১৩ অপরাহ্ন

সাংবাদিক বায়েজিদ হোসেনের মায়ের মৃত্যুতে বিডিজেএর শোক‌ 

  • আপডেট: Sunday, December 21, 2025 - 11:52 am

ডেস্ক রিপোর্ট।। বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) এর সদস্য ও জিটিভি’র সিনিয়র রিপোর্টার মো. বায়েজিদ হোসেনের মা আছিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) সকাল ৭ টায় বরিশালের আগৈলঝাড়া থানায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

 

আজ রোববার বেলা সাড়ে এগারোটায় বিডিজেএর দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নিজ বাড়ি বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের ফকির বাড়িতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন হবে। তিনি ৫ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বায়েজিদ হোসেনের মাতার মৃত্যুতে বিডিজেএ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মাহবুব সৈকত শোক ও দোয়া করেছেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।