ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ৩:২১ অপরাহ্ন

শিরোনাম

ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাতজন গ্রেফতার

  • আপডেট: Saturday, December 20, 2025 - 12:05 pm

জাগো জনতা অনলাইন।। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

গ্রেফতার যাদের করা হলো- মো. লিমন সরকার (১৯),  মো. তারেক হোসেন (১৯),  মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন(৪৬)।

র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত সন্দেহভাজনদের গ্রেফতার করে।

গেল বৃহস্পতিবার রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভালুকার জামিরদিয়া পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক দিপুকে (২৮) পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার লাশ গাছের ডালের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়।

দিপু তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন।