ঢাকা | ডিসেম্বর ২০, ২০২৫ - ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

জমি নিয়ে বিরোধে : বাউফলে নারী-শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম

  • আপডেট: Friday, December 19, 2025 - 9:39 pm
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নারী-শিশুসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন , বেল্লাল (৬০), রাহিমা খাতুন (৫০), লাভলী (৩৫), ফারজানা (৩০) ও মোঃ আহাদ (১৪)। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল ডালিম হাওলাদার ও বেল্লাল হাওলাদারের সাথে। ঘটনার দিন ওই বিরোধকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ডালিম হাওলাদারের নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী-শিশুসহ পাঁচজন গুরুতরভাবে আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেল্লাল, রহিমা ও আহাদ গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত ) আতিকুল ইসলাম বলেন , ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ডালিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।