কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় মদ তৈরির সরঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার
আহমদ বিলাল খান।
রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে ইউপিডিএফ কালেক্টরের আস্তানায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম ও চাঁদার রশিদ উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় কচুখালী নিচপাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০)-এর বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনী।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কালেক্টর সুইউ মারমা পালিয়ে যায়। পরে তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জাম ও ইউপিডিএফের চাঁদা আদায়ের রশিদ জব্দ করে কাউখালী থানায় নিয়ে আসে পুলিশ।
ইউপিডিএফ প্রসীত গ্রুপের কালেক্টর সুইউ মারমা (৪০) মূলত কচুখালী, নিচপাড়া ও সদর এলাকার আশপাশে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা তোলার দায়িত্বে ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে কাউখালী থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কাউখালী থানার এসআই মহিন উদ্দিন।











