ভোলায় অটোরিক্সা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এএসটি সাকিল।। ভোলায় চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যার ঘটনায় ওসি শাহিন ফকিরের নেতৃত্বে আজ ভোর রাতে আরো এক আসামিকে গ্রেফতার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় ভোলা সদর মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা ) ওসি শাহিন ফকির প্রেস কনফারেন্সের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, গত ২৮ তারিখে ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের ব্যারিস্টার কাচারি নামক এলাকায় অটোরিক্সা চালককে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী আমিরুল (২৬) কে ভোলা পৌর এলাকার ৫নাম্বার ওয়ার্ডের নিজ বাসা থেকে গ্রেফতার করি।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত আমিরুলের কাছে হত্যায় ব্যবহৃত একটি চাকু ও আলামতকৃত রক্তমাখা জামা কাপড় উদ্ধার করা হয়। চালক হত্যার ঘটনায় এর আগে বুধবার রাতে সাগর নামে আরো এক আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। এ ঘটনায় তদন্তের মাধ্যমে বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এদিকে নিহত অটো চালক শফিকুলের ভাই বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আটককৃত আসামিদের হত্যা মামলার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন ফকির।