ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ১০:০১ অপরাহ্ন

শিরোনাম

ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল

  • আপডেট: Friday, December 19, 2025 - 7:05 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই)-এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় বিএসপিআই-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাজিম, মো. তারেক হোসেন ও মো. বেলাল হোসেনের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী নিয়ে বিক্ষোভ মিছিলটি কাপ্তাই শিল্প এলাকা থেকে শুরু হয়ে কাপ্তাই নতুন বাজার প্রদক্ষিণ শেষে কাপ্তাই সিএনজি স্টেশনে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ শেষে ওসমান হাদীর মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।