ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ১০:১১ অপরাহ্ন

শিরোনাম

তিলোকানন্দ মহাথেরোর অন্তেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানান পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

  • আপডেট: Friday, December 19, 2025 - 7:04 pm

মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

শ্রদ্ধেয় মহামান্য চতুর্থ সঙ্গরাজ, সাদা মনের মানুষ ও কাচালং শিশু সদন-এর প্রতিষ্ঠাতা তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান–২০২৫-এর তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম দিনে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মগবান শাক্যমুনি বৌদ্ধবিহার প্রাঙ্গনে বৌদ্ধ ধর্মীয় রীতি ও বিধিবিধান অনুসরণ করে এই কর্মসূচির শুরু হয়। সকাল থেকে ভিক্ষুসংঘের অংশগ্রহণে ধর্মীয় আচার-অনুষ্ঠান, সূত্র পাঠ, প্রার্থনা ও পুণ্যকর্মের মধ্য দিয়ে অনুষ্ঠানটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়।

অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের চিরাচরিত রীতিনীতি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে ত্রিরত্ন বন্দনা, পঞ্চশীল গ্রহণ, ধর্মদেশনা ও সূত্র পাঠ অনুষ্ঠিত হয়। উপস্থিত ধর্মপ্রাণ বৌদ্ধ ভক্তরা শ্রদ্ধেয় সঙ্গরাজের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও নির্বাণলাভ কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন।

জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বাবু সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমান আক্তার, রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খিসা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ বিভিন্ন দেশ-বিদেশ থেকে আগত ধর্মীয় গুরু, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞা জ্যোতি মহাথেরো, সভাপতি, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রদ্ধেয় ভদন্ত তিলোকানন্দ মহাথেরো মহোদয় ছিলেন ধর্ম, মানবতা ও অহিংসার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে রাখবে।

এ সময় বিভিন্ন বিহারের ভিক্ষুগণ, ধর্মীয় নেতৃবৃন্দ, বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ, দায়ক-দায়িকা, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শ্রদ্ধা নিবেদন করেন।