মোংলায় তিন আ.লীগ নেতাসহ এক ওয়ারেন্টভুক্ত আসামি আটক
স্টাফ রিপোর্টার, মোংলা। বাগেরহাটের মোংলায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ‘ডেবিল হান্ট ফেস টু’ নামক বিশেষ অভিযানে পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক যারা হলেন- মোংলা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন (৪৮), সোনাইলতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হরিবর বৈরাগী (৪৫) এবং সুন্দরবন ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ইসরাফিল ফকির (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই এলাকায় আওয়ামী লীগের সক্রিয় নেতা-কর্মী হিসেবে পরিচিত। একইসঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত রয়েছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের তিনজন সক্রিয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে এসময় আদালতের ওয়ারেন্টভুক্ত (গ্রেপ্তারি পরোয়ানা) থাকায় আরও একজনকে আটক করা হয়। তাদের আদালতের মাধ্যমে শুক্রবার বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।











