শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বাউফলে সড়ক অবরোধ
মো. রিয়াজ (বাউফল) পটুয়াখালী।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বীর শরীফ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীর বাউফলে সড়ক অবরোধ করেছে ছাত্রজনতা।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বাউফল পাবলিক মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাময়িক ভোগান্তিতে পড়ে মানুষ।
আন্দোলনকারীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের গ্রেফতার করতে হবে। একইসঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আতিকুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, অবিলম্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে উর্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি তদন্তের আশ্বাসের পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।
আন্দোলনে জুলাই যোদ্ধা রুহুল আমিন, আয়শাতুননেছা বর্ষা, ফাতিমা জামান সামিয়া, ইথান ইসলাম পলাশ, আব্দুল্লাহ সাজিদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।











