ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৩:২২ পূর্বাহ্ন

মহালছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালিত

  • আপডেট: Thursday, December 18, 2025 - 2:49 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

খাগড়াছড়ির মহালছড়িতে ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‘অভিবাসীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৯.০০টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মী, বিদেশ থেকে আসা প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জীবিকার তাগিদে দেশের ভেতরে ও বাইরে অভিবাসন একটি বাস্তবতা। অভিবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, মানবপাচার রোধ এবং বিদেশে কর্মরত শ্রমিকদের অধিকার সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অভিবাসনের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি ও সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, অভিবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক অভিবাসন দিবসের তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক আলোচনা করা হয়।