ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৩:৩০ পূর্বাহ্ন

বাঘাইছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

  • আপডেট: Thursday, December 18, 2025 - 2:48 pm

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌস, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, রাঙ্গামাটি টিটিসি প্রতিনিধি মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।