ঢাকা | ডিসেম্বর ১৯, ২০২৫ - ৩:৩৮ পূর্বাহ্ন

লংগদুতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মালামালসহ চোর আটক

  • আপডেট: Thursday, December 18, 2025 - 2:47 pm

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।

দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় সাধারণ মানুষের নিত্যপণ্য, জরুরি আসবাবপত্র ও গরু-ছাগল চুরির ঘটনা ঘটে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ।

অভিযোগ আমলে নিয়ে গোপনে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া মালামালসহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, লংগদু থানার মামলা নং-০৩, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর বিকাল ০৬.১৫ টার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) এস. এম. আল-মামুন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অত্র মামলার ঘটনার চোরাই মালামালসহ আসামি মো. নজিবুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— একটি মোটরসাইকেল, যার রেজি. নং-চট্টঃ মেট্রোঃ-হ-১৭-৯৭২৯, মডেল-১১০ সিসি, চেসিস নং-MD2A15AYXJWG94856, ইঞ্জিন নং-JBYWJG52512। এছাড়াও তিনটি পুরাতন ইঞ্জিন এবং একটি ইঞ্জিনসহ নৌকা।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, এলাকায় চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে—এমন তথ্য পুলিশের কাছে আসলে গোপনে অভিযান পরিচালনা করে উক্ত চোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।