ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ
ঢাবি প্রতিনিধি।। বাংলাদেশের লাখো মজলুমের রক্তে অর্জিত বিজয় দিবসের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও বিজয় দিবসকে ‘কলঙ্কিত’ করার দায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেছে আধিপত্যবাদবিরোধী ব্যানারে একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পৌনে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে এ কুশপুত্তলিকা করা হয়।
‘কসাই মোদির গদিতে, আগুন জ্বালো একসাথে’, কসাই মোদির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বাংলাদেশ-বাংলাদেশ, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘দিল্লি না, ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দিবে জনগণ’, ‘আজকের এইদিনে, আবরারকে মনে পড়ে’, জানি জানি সবাই জানি, শাহবাগীরা হিন্দুস্তানি’ নানা স্লোগান দেন তারা।
সংগঠকদের একজন রিয়াদ জুবাহ বলেন, “মানুষের মতামতকে উপেক্ষা করে গুজরাটের কসাই ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারী, ভারতের সংখ্যালঘুদের নিষ্পেষণকারী, এই নরপশুর প্রকাশ্য দালাল বাংলাদেশে এই নরপশুকে এনেছিল এবং বাংলাদেশের জনগণ স্বতঃস্ফুর্তভাবে এটা বিরোধিতা করেছিল।’’
তিনি বলেন, “এই বিরোধিতা করার কারণে এই দালাল খুনি হাসিনা, ভারতের প্রক্সি এদেশের মানুষের ওপরে গণহত্যা চালিয়েছিল এবং দেশের নিরীহ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। বাংলাদেশে যে গত ১৭ বছরের যে অপশাসন চলেছে, সে অপশাসনেরও মদদাতা হচ্ছে এই ভারত। তাই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ।’’
এছাড়া মধুর ক্যান্টিনের পাশে পদদলিত করার জন্য নরেন্দ্র মোদির একটা স্টিকার লাগান তারা।
এর আগে বেলা একটার দিকে ডাকসুর সামনে গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ করেছে একদল শিক্ষার্থী।











