ঢাকা | ডিসেম্বর ১৭, ২০২৫ - ৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 6:03 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

মহান বিজয় দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর পরে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকাল ৯টায় মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেনের নেতৃত্বে মহালছড়ি প্রেসক্লাবের সংবাদকর্মীরা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয় মহালছড়ি মিনি স্টেডিয়ামে।

বিজয় দিবস উপলক্ষে মহালছড়ি হাসপাতাল ও এতিমখানাগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডায় সুবিধাজনক সময়ে প্রার্থনার আয়োজন করা হয়।