লামায় বিজয় দিবসে তিনদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন
লামা (বান্দরবান) প্রতিনিধি।।
লামায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২৫ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লামা উপজেলা চত্বরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভসূচনা করা হয়।
পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অঙ্গ সংগঠনগুলো। এছাড়া প্রেস ক্লাব ও অন্যান্য সাংবাদিক সংগঠন এবং স্থানীয় সাধারণ জনগণের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের খতিব মুফতি ইব্রাহীম সাদেকী।
সকাল ৮টায় লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধের চেতনায় ডিসপ্লেতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পুলিশ, আনসার ভিডিপি ও স্কাউটদের সমন্বয়ে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা।
বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ মঈন উদ্দিন। আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোঃ নাঈম উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ মুসা, বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, সমাজসেবা অফিসার তানভির হাসান, জামায়াতে ইসলামী লামা আমির কাজী ইব্রাহীম ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ আব্বাস উদ্দিন সেলিম।
মোঃ মুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে।
তিনদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক স্থাপনাসমূহে আলোকসজ্জাকরণ; প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ; শিশু ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা; প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন (উপজেলা প্রশাসন বনাম পৌরসভা একাদশ); সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন।
ছাত্রছাত্রীদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন এবং উন্মুক্ত স্থানে বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
লামা পৌরসভার সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা ও বিনা টিকিটে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি/স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘরসমূহ বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা এবং চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত কুটিরশিল্প পণ্যের আড়ম্বরপূর্ণ বিজয়মেলার আয়োজন করা হয়েছে।











