ঢাকা | ডিসেম্বর ১৭, ২০২৫ - ১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজধানীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-মাদক-নগদ অর্থসহ ১১জন আটক

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 12:23 pm

জাগো জনতা অনলাইন।। রাজধানীর সায়েদাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করেছে সেনাবাহিনী। অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়েছে।

সোমবার ১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৫ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে।

১৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতো একটি চক্র। এতে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন স্থানীয়রা।

সেনাবাহিনী জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনী আরও জানায়, এসব অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সময় চাঁদাবাজির টাকা হিসেবে বিভিন্ন স্থানে পাচার করা হতো।