ঢাকা | ডিসেম্বর ১৬, ২০২৫ - ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম

মুসলিম ডাক্তারের হিজাব টেনে খুলে ফেললেন বিহারের মুখ্যমন্ত্রী

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 10:34 am

জাগো জনতা অনলাইন।। ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী নীতীশ কুমারের একটি বিতর্কিত কর্মকাণ্ডে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি পাটনায় মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে নীতীশ কুমার একজন মুসলিম নারী ডাক্তারের হিজাব টেনে সরিয়ে দেওয়ায় তুমুল সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

 

ঘটনাটি ঘটে নবনিযুক্ত আয়ুষ (এওয়াইইউএস এইচ) ডাক্তারদের নিয়োগপত্র বিতরণের সময়। ডাঃ নুসরত পারভীন নামের ওই নারী চিকিৎসক মুখ্যমন্ত্রীর হাত থেকে তাঁর নিয়োগপত্র নেওয়ার জন্য মঞ্চে আসেন। ভিডিও ফুটেজে দেখা যায়, নিয়োগপত্র হস্তান্তরের পর নীতীশ কুমার নারী ডাক্তারের মাথার স্কার্ফ বা হিজাবের দিকে ইঙ্গিত করেন এবং তা সরিয়ে দিতে বলেন। ডাক্তার সঙ্গে সঙ্গে সাড়া না দেওয়ায় মুখ্যমন্ত্রী নিজেই এগিয়ে গিয়ে তার হিজাব টেনে সরিয়ে দেন। এ সময় নারী চিকিৎসককে দৃশ্যত অস্বস্তিতে ও বিব্রত অবস্থায় দেখা যায়। উপস্থিত কয়েকজনকে হাসতেও দেখা যায়।

 

এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর এই আচরণের তীব্র নিন্দা করেছে।

 

ঘটনাটিকে ‘ঘৃণ্য’ এবং ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে কংগ্রেস দল নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে। কংগ্রেস তাদের বিবৃতিতে জানায়, “রাজ্যের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি যদি জনসমক্ষে এমন জঘন্য আচরণ করেন, তবে বিহারে নারীরা কতটা নিরাপদ, তা সহজেই অনুমেয়। এই নিন্দনীয় কাজের জন্য নীতীশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এই ধরনের অসদাচরণ ক্ষমার অযোগ্য।”

 

এছাড়া, রাষ্ট্রীয় জনতা দল (আর জেডি) সহ অন্যান্য বিরোধী নেতারাও মুখ্যমন্ত্রীর সমালোচনা করে অভিযোগ করেছেন যে তিনি নারীর ব্যক্তিগত এবং ধর্মীয় মর্যাদাকে অপমান করেছেন।

 

বিতর্কিত এই ঘটনাটি রাজ্যের নারীদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। যদিও নীতীশ কুমারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।