ঢাকা | ডিসেম্বর ১৬, ২০২৫ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 9:43 am

নিজস্ব প্রতিবেদক।। শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. কবির। তিনি ঘটনার কয়েক দিন আগে মাসুদ করিমের সঙ্গে বাংলামোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গ্রেপ্তার কবিরকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।