ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা

  • আপডেট: Sunday, December 14, 2025 - 12:03 pm

আন্তজার্তিক ডেস্ক।। সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর শনিবারের ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৪ ডিসেম্বর) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, ‘আমি সুদানের কাদুগলিতে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের লজিস্টিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। আজকে দক্ষিণ কর্দোফানে শান্তিরক্ষীদের ওপর যে হামলা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর জন্য অবশ্যই জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

ওই হামলায় নিহত ও আহত সবাই বাংলাদেশের নাগরিক। তারা জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী আগেই (ইউএনআইএসএফএ)-এ কর্মরত ছিলেন।