ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ১২:৪১ পূর্বাহ্ন

ওসমান হাদীকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

  • আপডেট: Friday, December 12, 2025 - 8:57 pm

ডেস্ক রিপোর্ট।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীকে দেখতে হাসপাতালে গিয়েছে বিশ্ববিদ্যালয় উপচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

আজ শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদীকে দেখতে যান। এসময় তিনি গুলিবিদ্ধ ওসমান হাদীর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ওসমান হাদীর ওপর এমন বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উপাচার্য এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।