লামা থানার সদ্য যোগদানকৃত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
লামা (বান্দরবান) প্রতিনিধি।
লামা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান কামাল স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি শাহাজাহান কামাল বলেন, “লামা উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক নির্মূলে কঠোর অবস্থানে থেকে আমরা কাজ করবো।” এ বিষয়ে তথ্য চেয়ে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের দেওয়া বিভিন্ন পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন ওসি। সভায় উপস্থিত ছিলেন—ওসি (তদন্ত) এনামুল হক পিপিএম, সেকেন্ড অফিসার এসআই মো. নাসির, লামা প্রেসক্লাব, লামা সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিটির প্রতিনিধিরা। লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।











