রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ সুমন খান, রাজস্থলী।
রাঙ্গামাটি রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রাজস্থলীর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপজেলা সম্প্রসারিত ভবনসমূহ জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল সাড়ে আটটায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবে এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এছাড়া বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমূলক সভায় রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মাহমুদ, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণীসম্পদ কর্মকর্তা নোমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. নাজিম উদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, হেডম্যান, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।











