ঢাকা | জানুয়ারী ২৮, ২০২৬ - ৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

দেশে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

  • আপডেট: Thursday, December 11, 2025 - 10:58 am

ডেস্ক রিপোর্ট।। মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে করেছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।

বুধবার (১০ ডিসেম্বর) মধ্যরাত রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টপোস্টে তিনি লিখেন, ‘বুধবার রাত ৩টার কাছাকাছি সময়ে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায় পর-পর ২টি ভূমিকম্প সংঘটিত হওয়ার নিশ্চিত সংবাদ পাওয়া গেছে। প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫০ মিনিটে, যার মান ছিল ৩ দশমিক ৫ এবং দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে রাত ২টা বেজে ৫৫ মিনিটে, যার মান ছিল ৩ দশমিক ৩।’

তিনি আরো লিখেন, ‘প্রথম ভূমিকম্পটির সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়েছে ভূ-পৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে।

 

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং পরেরটির মাত্রা ছিল ৩ দশমি ৩। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী অঞ্চলে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রের অবস্থান ছিল ২৪ দশমিক ৮৩০; ৯২ দশমিক ১৮০। গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয়টির অবস্থান ছিল ২৪ দশমিক ৭৯০ ; ৯২ দশমিক ২১০ এবং এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে, প্রায় রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।