ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 5:55 pm

মো. সুমন খান, রাজস্থলী।

রাঙ্গামাটির রাজস্থলীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজস্থলীর ইসলামপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মেদ রুবেল, রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে সহ স্থানীয় নেতৃবৃন্দ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদা জনগণের কথা ভাবেন। তিনি বিদেশে থাকলেও দেশের মানুষের দুর্ভোগ সম্পর্কে নিয়মিত অবগত আছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী ছাত্রদল শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।”

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য নেতৃবৃন্দ ইসলামপুর এতিমখানা, সফিপুর মাদ্রাসা এবং সনাতন ধর্মালম্বী অনাথ আশ্রমের কোমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।