সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক।
বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ ঘোষ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি অং চ মং, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “দেশের উন্নয়নে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী নির্বাচনে সচ্ছতা, জবাবদিহিতা ও একটি গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য।” তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা বৃদ্ধি, সঠিক তথ্য প্রচার, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ এবং ভোটারদের সচেতন করতে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীল উপস্থিতি অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তৃতায় উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান বলেন, গুজব প্রতিরোধে গণমাধ্যমের নিজস্ব ফ্যাক্টচেকার ইউনিট থাকা প্রয়োজন। বিকল্প উৎস থেকে তথ্য যাচাই, গুজবের বিপরীতে প্রকৃত তথ্য প্রকাশ এবং জনগণের মধ্যে গণমাধ্যম সাক্ষরতা (মিডিয়া লিটারেসি) বৃদ্ধি গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, মিডিয়া লিটারেসি বৃদ্ধি পেলে পাঠক বা দর্শক সহজেই প্রকৃত সংবাদ ও গুজব আলাদা করার সক্ষমতা অর্জন করবে।
সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা, গুজব প্রতিরোধ এবং গণমাধ্যমের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।











