ঢাকা | ডিসেম্বর ১১, ২০২৫ - ৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

সেনাবাহিনী কর্তৃক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 6:06 pm

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।

গরিব ও অসহায় হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রায় তিন শতাধিক সাধারণ মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।

বুধবার (১০ ডিসেম্বর) রাঙ্গামাটির মারিশ্যা এলাকার কচুছড়ি ও শীলাছড়ি এবং মিলনপুর এলাকার হতদরিদ্র মানুষের মাঝে উক্ত সেবাসমূহ প্রদান করেন সেনাবাহিনী।

লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি উপস্থিত থেকে উক্ত শীতবস্ত্র ও বিনামূল্যে ওষুধ সামগ্রী অসহায় হতদরিদ্র সাধারণ মানুষের হাতে তুলে দেন।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।