ঢাকা | ডিসেম্বর ১০, ২০২৫ - ৬:২৬ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে অদম্য নারীকে সংবর্ধনা

  • আপডেট: Wednesday, December 10, 2025 - 4:51 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মহান বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে “অদম্য নারী” সম্মাননা প্রদান ও চেক বিতরণ অনুষ্ঠান।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে এলাকার স্বনামধন্য নারী উদ্যোক্তা, সমাজসেবিকা ও নারী উন্নয়নকর্মীদের সম্মাননা জানানোর পাশাপাশি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকারভোগী নারীদের মাঝে আর্থিক প্রণোদনার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মোসাম্মৎ হাসিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপর্ণা দে সিম্পু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; সলিল চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা; মহালছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানাউল্লাহ হোসেনসহ গণ্যমান্যরা এতে অংশ নেন।

সভায় বক্তারা বেগম রোকেয়ার জীবন ও কর্ম তুলে ধরে বলেন, বাংলাদেশের নারীদের অধিকার, স্বাধীনতা ও শিক্ষায় বেগম রোকেয়া ছিলেন পথপ্রদর্শক। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে নারীর ক্ষমতায়নকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে “অদম্য নারী” বিভাগে মহালছড়ি উপজেলার শান্তিবালা চাকমাকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন নারী সমিতির মাঝে আর্থিক চেক বিতরণ করা হয়।