ঢাকা | ডিসেম্বর ১১, ২০২৫ - ৯:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

অভিযাত্রী পত্রিকার উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, December 9, 2025 - 5:19 pm

চট্টগ্রাম ব্যুরো।।

একদিনে বিজয় হয়নি, আর এই বাঙালি জাতি পলাশী যুদ্ধের পর দুইশত বছরের শোষণ, তেইশ বছরের অমানবিক জুলুম-নির্যাতনের ক্ষোভের বহিঃপ্রকাশের মধ্য দিয়ে নয় মাসের যুদ্ধের লাখো মা-বোনের ইজ্জত, মহান মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আজ এই অর্জিত বাংলাদেশ। মহান বিজয় দিবসে স্মরণ করিয়ে দেয় আমাদের নয় মাস যুদ্ধের ইতিহাস। এই ইতিহাস থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত—বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে এসব তুলে ধরেন।

অভিযাত্রী পত্রিকার উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম একাডেমি হলে ‘বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিমের উপস্থাপনায়, সাংবাদিক ও কলামিস্ট এবং দৈনিক ভোরের আকাশ পত্রিকার আবাসিক সম্পাদক কামাল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিলুফা ইয়াসমিন লাভলী, রেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো. জাহিদুল করিম বাপ্পি সিকদার, কবি ও প্রাবন্ধিক শাহ মোহাম্মদ নেয়ামত উল্লাহ এবং আয়কর আইনজীবী ও কলামিস্ট রশীদ আহমেদ চৌধুরী।

আরো বক্তব্য রাখেন সাংবাদিক তুষার মুজিব, এনসিপির চট্টগ্রাম জেলার যুগ্ম সমন্বয়ক আরমান হোসেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নজরুল সংগীতশিল্পী বৈশাখী দাস, আবৃত্তি করেন কবি আলমগীর হোসাইন, কবি সঞ্জয় কুমার দাস এবং সুলতানা সুখী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক অর্পণা বিশ্বাস, আয়কর আইনজীবী সুভাষ বোস, গো-এডুকেটের পরিচালক সৈয়দ নাদিমুল আহসান, আয়কর আইনজীবী মিশুক চৌধুরী, বিজ্ঞান লেখক অর্ক রায়, সাংস্কৃতিক কর্মী সজল দাশ, লেখক জামাল উদ্দিন, লেখক জুনাইদুল হক, সাংবাদিক ইসমাইল ইমন, সাংবাদিক কামাল হোসেন, তানিয়া আক্তার তানহা প্রমুখ।