বাঘাইছড়িতে বিজিবি’র মানবিক সহায়তা
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।
পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ ৮ ডিসেম্বর সাজেকের দুর্গম জামপাড়া এলাকার বিকাশ ত্রিপুরার স্ত্রী ও বেথলিং পাড়ার গোবিন্দ ত্রিপুরাকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
বাঘাইহাট বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ আউয়াল হোসেন কর্তৃক এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।











