ঢাকা | ডিসেম্বর ৮, ২০২৫ - ৯:১৫ অপরাহ্ন

লংগদু থানায় নতুন ওসির যোগদান

  • আপডেট: Monday, December 8, 2025 - 7:28 pm

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)।

রাঙ্গামাটির লংগদু থানায় যোগদান করেছেন নতুন অফিসার ইনচার্জ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন।

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে লংগদু থানায় আসেন নতুন অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে বরণ করে নেওয়া হয়।

এসময় অফিসার ইনচার্জ বলেন, লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে যাবে লংগদু থানা পুলিশ। এখানকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে ওসি লংগদু। সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, এর আগে তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় দীঘিনালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।