খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক চিকিৎসা সেবা প্রদান
মো: আল আমিন, দীঘিনালা।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বব্রুবাহন হেডম্যান পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে সোমবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
দীর্ঘদিনের দুর্বল যোগাযোগব্যবস্থার কারণে এ এলাকার বাসিন্দারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। ক্যাম্পে উপস্থিত রোগীদের মধ্যে হাঁটু ব্যথা, মাথা ঘোরা, পেটব্যথা, চর্মরোগসহ বিভিন্ন সাধারণ সমস্যার চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা কেপা ত্রিপুরা, কৃষ্ণ কুমার ত্রিপুরা ও সবিতা ত্রিপুরাসহ একাধিক ব্যক্তি জানান, এলাকায় চিকিৎসা কেন্দ্র না থাকায় তারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। সেনাবাহিনীর এই অস্থায়ী ক্যাম্প তাদের সুবিধা দিয়েছে।
এছাড়া যৌথ খামার পাড়ার লিডার চন্দ্র উদয় ত্রিপুরা এবং ৩২ নং কাটারুং মৌজার হেডম্যান চন্দ্র হংস রোয়াজা জানান, এলাকাটির ভৌগোলিক অবস্থানের কারণে সরকারি চিকিৎসা সেবা এখানে পৌঁছানো কঠিন। এ ধরনের ক্যাম্প তাদের চাহিদা পূরণে ভূমিকা রাখে।
ক্যাম্প পরিচালনাকারী মেডিকেল অফিসার ডা. মোঃ সায়খ উদ্দীন সাকলাইন জানান, দীঘিনালা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক পিএসসি’র নির্দেশনায় উপজেলার চিকিৎসা-বঞ্চিত এলাকায় নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। বব্রুবাহন পাড়াসহ আশপাশের পাড়াগুলোর মানুষ এ ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেছেন।











