ঢাকা | ডিসেম্বর ৮, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

কাপ্তাই সুইডেন পলিটেকনিকে পাম্প হাউসে চুরির চেষ্টা

  • আপডেট: Monday, December 8, 2025 - 7:27 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর পাম্প হাউসে চুরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
তিনি জানান, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে বিএসপিআই এর অদূরে ৪ নং কাপ্তাই ইউনিয়নের মুরগির টিলা নামক এলাকায় বিএসপিআই পাম্প হাউসে চোরের দল এসে পাম্প হাউসের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় নুনতী নামক এক মহিলা চিৎকার করলে চোরের দল নৌকা করে পালিয়ে যায়। আমরা এই বিষয়ে মৌখিকভাবে কাপ্তাই উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এর কাপ্তাই সার্কেল এবং কাপ্তাই থানাকে অবহিত করেছি।

স্থানীয় নুনতী নামক এক মহিলা জানান,
নদী পথে গভীর রাতে দু’জন চোর নৌকা যোগে এসে পাম্প হাউসের বৈদ্যুতিক তার কেটে ফেলে। আমরা শব্দ শুনে চোরদের তাড়া করি। মুহূর্তে ২ জন চোর তাড়া খেয়ে নদী পথে পালিয়ে যায়। আমরা চোরদের চিহ্নিত করতে পেরেছি। এসময় চোর তাড়াতে গিয়ে আমরা দুইজন আহত হয়েছি।

বিএসপিআই সূত্রে জানা যায়, তাদের পলিটেকনিক ইনস্টিটিউটের পাম্প হাউসটি মুরগির টিলা নামক কাপ্তাই হ্রদে সংযুক্ত হওয়ায় বারবার পাম্প হাউসে চুরির ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৩ জুন উক্ত পাম্প হাউসে প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। থানায় মামলা করেও কোনো চোর সনাক্ত বা আটক করা হয়নি।

কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, বিএসপিআই কর্তৃপক্ষ আমাকে মৌখিকভাবে বলার পর আমরা চোরকে ধরার জন্য পুলিশ সদস্য নিয়োগ করেছি। আশা করি আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারবো।