ঢাকা | নভেম্বর ২২, ২০২৪ - ৯:৩২ পূর্বাহ্ন

হাটহাজারী চৌধুরীহাটে পাহাড় কাটার মহাউৎসব

  • আপডেট: Monday, October 16, 2023 - 2:42 pm
চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি।। 
পাহাড় বাঁচলে বাজবে দেশ। এই স্লোগান এ কি দায়িত্ব শেষ। প্রশ্নটি ছিলো পরিবেশ বান্ধব সংগঠন গুলোর কাছে।  অবাধে চলছে পাহাড় নিধনের মহাউৎসব। এ যেনো দেখার কেউ নেই। পরিবেশ ভারসাম্য রক্ষার যাদের দায়িত্ব  তারাই পাহাড় খেকোদের আঁতাত করে ঘুমিয়ে পড়েছে।  প্রশাসনের নাকের ডগায় দিন-রাত পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে যাচ্ছে কয়েক পাহাড় খেকো সিন্ডিকেট। আর এই পাহাড় কাঁটার হিড়িক চলছে
চট্টগ্রামের হাটহাজারী থানা অন্তর্গত ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে। ভূমি দস্যু  ও পাহাড় কাটা সিন্ডিকেটের এক প্রতিযোগিতা চলছে । আইন যেন তাদের পকেটে। প্রশাসন যেনো তাদের নেস্হগোলাম।  ইতোমধ্যে  বেশ কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে সংবাদ প্রচার হলেও তাদের যেন কোনো কর্ণপাত হচ্ছে না এবং  তোয়াক্কাই নেই তাদের। রাতের আঁধারে চলছে এইসব অপকর্ম। সংবাদ প্রচারে সংগ্রহ করতে গেলে বিভিন্ন হুমকি দুমকি সহ প্রাণনাশের আশঙ্কা নিয়ে কাজ করতে হয় মিডিয়া কর্মীদের। ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর এর সহযোগিতায় সংবাদ সংগ্রহ করতে হয় বলে জানা যায়। স্হানীয় এলাকাবাসীর সাথে আলাপ কালে জানা যায়, কোনো সংবাদকর্মী সংবাদ সংগ্রহে আসলে ভূমিদস্যুদের বাঁধার মুখে পড়তে হয়, এবং বেশ কয়েকজনের সিন্ডিকেট রয়েছে সরকার দলের কয়েক নেতার আর্শীবাদ পুষ্টেই চলছে এই পাহাড় কাঁটার মহাউৎসব। কেউ এককভাবে প্রতিবাদ করলে উল্টো তার জীবনে নেমে আসে হুমকি ও স্হানীয় পুলিশ প্রশাসন দিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। স্হানীয় বাসিন্দারা জানান, পরিবেশ ভারসাম্য রক্ষা করতে হলে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ সুনজর দিতে হবে, এবং জেলা প্রশাসকেরও হস্তক্ষেপ কামনা করছেন।